মুন্না,কলারোয়া: ‘মাস্ক পরার অভ্যাস, কোভিট মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কোভিট ১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালনের মাধ্যমে আবারও মাঠে নেমেছে সাতক্ষীরা জেলা পুলিশ।
রোববার (২১ মার্চ) সকালে কলারোয়া পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়নে ওই কর্মসূচি পালিত হয়। এসময় মাস্ক বিহীন পথচারীকে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এঁর পক্ষে কলারোয়া থানা পুলিশ।
এ উপলক্ষে কলারোয়া থানা পুলিশ আয়োজিত জনসচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণ করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিনসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।