এসভি ডেস্ক: বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য রহমত, বরকত আর নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবারও শুরু হচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। আগামী ১৪ এপ্রিল রমজান শুরু হতে পারে।
ইসলামিক ফাউন্ডেশন এরইমধ্যে এ বছরের সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে।
সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন যে সূচি প্রকাশ করেছে, তাতে ১৪ এপ্রিল প্রথম রোজা হলে ঢাকা ও আশপাশের এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৪টা ১৫ মিনিটের মধ্যে সেহরি খেয়ে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ইফতার করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন বলছে, সতর্কতামূলকভাবে সেহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
তবে প্রথম রোজা শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
২০২১ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সেই ক্যালেন্ডারে চলতি বছরের পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।