কলারোয়া প্রতিনিধি: মাটির ড্রাম(ট্রাক্টর) ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরায় এক সংবাদকর্মী নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর একটার দিকে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাংবাদিকের নাম ফিরোজ জোয়ার্দ্দার(৩০)। তিনি কলারোয়া পৌরসভার গদখালী গ্রামের ভোলার ছেলে। তিনি দৈনিক বঙ্গভূমিসহ কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত ছিলেন।
জানা যায়, সাতক্ষীরা হতে কলারোয়ার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ফিরোজ জোয়ার্দ্দার। পথিমধ্যে মাটির ড্রামের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন তিনি। সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসজ তাকে মৃত ঘোষণা করেন।
ফিরোজ জোয়ার্দ্দারের সহকর্মী আকবর আলী বলেন, ফিরোজ জোয়ার্দ্দার আজ দুপুর সাড়ে বারোটার দিকে সকল মুসুল্লিকে জুম্মার নামাজের আহবান জানিয়েছিলেন। ঠিক একটার দিকে তিনি দূর্ঘটনার শিকার হয়ে মারা যান। তার মৃত্যুর খবরে আমরা খুব মর্মাহত হয়েছি।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।