আজ বৃহস্পতিবার(৪ মার্চ) বিষয়টি জানাজানি হওয়ার পর সন্ধায় সাতক্ষীরা সদর হাসপাতালে ওই শিশুকে ভর্তি করেছে পরিবারের সদস্যরা।
অভিযুক্ত ধর্ষকের নাম আবুল হোসেন দোকানদার। তিনি যোগরাজপুর এলাকায় শ্বশুর বাড়িতে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন।
ওই শিশুর মা বলেন, মঙ্গলবার দুপুরে আমার মেয়ে খাবার কিনতে আবুল হোসেনের দোকানে গেলে সে খাবারের প্রলোভন দেখিয়ে দোকানের পাশে তার বাড়িতে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে।
মেয়ে খুড়িয়ে খুড়িয়ে বাড়িতে আসতে দেখে আমি তার কাছে জিজ্ঞাসা করলে সে বিষয়টি আমাকে বলে। লোকলজ্জার ভয়ে আমি বিষয়টি কাউকে জানায়নি। তবে পরিবারের পুরুষ সদস্যরা বিষয়টি জেনে গেলে তারা আইনের আশ্রয় নেওয়ার কথা বলে। এরপর আমরা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলে তাকে আজ সন্ধায় সদর হাসপাতালে ভর্তি করি।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বিষয়টি জানার পরপরই এক এসআইকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আসলে বিস্তারিত বলতে পারবো।
