April 15, 2021, 1:53 am
নিজস্ব প্রতিনিধি: ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ মার্চ) ভোরে তাকে পাটকেলঘাটা থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ।
গ্রেফতার রফিকুল ইসলাম(৩৮) পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের জুসখোলা গ্রামের তবারক সরদারের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ সাতক্ষীরা ভিশনকে বলেন, ওই কিশোরী মা দ্বিতীয় বিয়ে করলে সে কাজের জন্য বাইরে চলে যায়। মাজে মাঝে মাকে দেখতে সে বাড়িতে আসতো। কয়েকদিন আগে সে বাড়িতে বেড়াতে আসে।
গত ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় মেয়েকে বাড়িতে একা পেয়ে ওই সৎ বাবা তাকে ধর্ষণ করেন। পরে মা বাড়িতে আসলে সে তার মাকে ওই ঘটনা জানায়। পরদিন ওই কিশোরীর মা বাদী হয়ে বাবার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় রফিকুল ইসলামকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision