Spread the love
ইয়ারুল ইসলাম: ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সাতক্ষীরায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউজ কার্যালয় প্রাঙ্গনে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো: বছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানজিল্লুর রহমান।
তিনি বলেন, সঠিক ও নির্ভুল পরিসংখ্যান একটি দেশের উন্নয়নের প্রথম শর্ত। যে দেশের পরিসংখ্যান যত উন্নত, সে দেশ তত বেশি উন্নত। তথ্য সংগ্রহ এবং এর গুণগতমান নিশ্চিতে পরিসংখ্যান ব্যুরোর সংশ্লিষ্ট সকলকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরুল ইসলাম, জেলা সমাজ সেবা অফিস উপ-পরিচালক রোকনুজ্জামান, দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার ইব্রাহিম খলিল প্রমুখ।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পরিসংখ্যান ব্যুরোর জেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *