দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানা হতে হ্যান্ডকাপ খুলে পালিয়ে যাওয়া সেই মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে ফের গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
শুক্রবার সকালে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে দেবহাটা উপজেলার কুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা।
তিনি সাতক্ষীরা ভিশনকে বলেন, জাকিরের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে কুলিয়া এলাকা হতে জাকিরকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জাকির হোসেন দেবহাটার সেকেন্দ্রা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
গত বুধবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার পারুলিয়া থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ জাকির হোসেনকে গ্রেপ্তার করে র্যাব-৬। পরদিন বৃহষ্পতিবার বিকালে দেবহাটা থানায় হস্তান্তরের প্রাক্কালে কৌশলে হ্যান্ডকাপ খুলে পালিয়ে যান তিনি। ওই ঘটনার পর তাকে গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করে র্যাব ও দেবহাটা থানা পুলিশ।