Spread the love

সোহারাফ হোসেন সৌরভ: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, খুলনা।

আজ রবিবার বিকাল তিনটায় নিরালা মোড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এমন সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়েছে। মানবাধিকার কর্মিথেকে শুরু করে
বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-শিক্ষক স্বেচ্ছায় রক্ত দেন। চমৎকার এক মানবিক দৃশ্য। রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর প্রত্যয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা যায় স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের। তবে এঁদের মধ্যে বেশির ভাগই তরুণ-তরুণী।রক্ত দেওয়ার মতো মহৎ কাজ আর হয় না। মানুষের কল্যাণে মানুষ কীভাবে এগিয়ে আসতে পারে, এই কর্মসূচির মাধ্যমে আমরা দেখতে পেয়েছি।’

রক্তদান কর্মসূচীতে আসকের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাওনের সঞ্চালনায় আসক খুলনা বিভাগের সভাপতি শরীফ মনজুর শামীম বাবুর’ সভাপতিত্বে উক্ত রক্তদান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এমডি বাবুল রানা প্রধান উপদেষ্টা আসক ও সাধারণ সম্পাদক খুলনা মহানগর আওয়ামীলীগ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মোঃআনোয়ার হোসেন ডেপুটি পুলিশ কমিশনার দক্ষিণ ) খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা এছাড়াও উপস্থিত ছিলেন মােঃ শামীম শেখ, উপদেষ্টা, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন, শাহ মামুনুর রহমান তুহিন সিনিঃ সহ সভাপতি,শহিদুল ইসলাম মি্টন, সহ-সভাপতি, মােঃ ফরিদ শেখ, সহ-সভাপতি, মোঃ মাহমুদুল হাসান মামুন-সহ সভাপতি, মােঃ নুবুল-হ আল আমীন-সহ সভাপতি, মােঃজাহাঙ্গীর হােসেন চৌধুরী টিপু সহ-সভাপতি, প্রফেসর এম এ মান্নান বাবলু -সহ সভাপতি, শেখ তরিকুল ইসলাম সহ-সভাপতি, মােঃ শরিফ মিজী -সিনিঃ সহ-সাধারণ সম্পাদক, আবু হামজা বাঁধন-সহ-সাধারণ সম্পাদক, মােঃ রাজু আহান্মেদ সহ সাধারণ সম্পাদক মােহাম্মদ আকবর শেখ সহ-সাধারণ সম্পাদক, মোঃ খােশনুর রহমান সাংগঠনিক সম্পাদক মােহাম্মদ আসলাম উদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক, মােহাম্মদ সাইফুল ইসলাম বাবু সহ-সাংগঠনিক সম্পাদক, এ্যডভােকেট শেখ জুলকার নাঈম আইন সম্পাদক, এডভােকেট মোঃ মনিরুজ্জামান মনির সহ-আইন বিষয়ক সম্পাদক, মােঃ সাইফুল ইসলাম আদর, দপ্তর সম্পাদক, সুমন বৈরাগী সহ-দপ্তর সম্পাদক, প্রমিলা রায় মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, পূরবী বসু সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, এম তারিকুজজামান আশরাফ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দিলিপ ব্যানারজি প্রচার সম্পাদক, মােঃ বেলাল হােসেন খান তথ্য অনুসন্ধান কর্মকর্তা, খন্দকার নজরাল ইসলাম মিলন তথ্য অনুসন্ধান কর্মকর্তা , কুমার ইন্দ্রজিৎ তথ্য অনুসন্ধান কর্মকর্তা, মােহাম্মদ রবিউল মুন্সি তথ্য অনুসন্ধান কর্মকর্তা মােঃ সােহাগ হোসেন তথ্য অনুসন্ধান কর্মকর্তা, মােঃ মমিনুর রহমান মেম্বার তথ্য অনুসন্ধান কর্মকর্তা, আব্দুল খালেক হাওলাদার রাজাক, মােহাম্মদ দুলাল আকন-সদস্য নুরুন্নবী আকন-সদস্য মহামুদুল হাসান শামিম সদস্য সহ বিভিন্ন সংগঠনের সামাজিক ও সাংবাদিকবৃন্দ ।

আসকের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাওনের বলেন, শুধু উদ্যোগটা নিতে হবে। অনেকের রক্ত নেওয়া হয়নি। কিন্তু তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে রক্ত দেবে। একুশের চেতনায় সফলভাবে কাজটি করতে পেরে সত্যিই আমরা আনন্দিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *