March 9, 2021, 12:59 am
হাবিবুর রহমান: সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকা হতে ৩ কেজি গাঁজা ও ১২ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে নায়েক সুবেদার আঃ ছবুরের নেতৃত্বে টহলরত অবস্থায় তলুইগাছা সীমান্তের চারাবাড়ি সোনাই নদীর পাশ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যায়।
অন্যদিকে সাতক্ষীরা সদরের বাঁশদহ ইউনিয়নের গড়িয়াডাঙ্গা ব্রিজের পাশ থেকে, দুপুর দেড়টার দিকে ১২ কেজি ইলিশ মাছ ভারতে পাচার করার সময় জব্দ করে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা।
উভয় ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তলুইগাছা বিওপির নায়েক সুবেদার আব্দুস সবুর।
All rights reserved © Satkhira Vision