March 9, 2021, 12:04 am
নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারী সাতক্ষীরা পৌরসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাজকিন আহমেদ চিশতি।
রোববার দুপুরে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীরের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এসময় তার সাথে সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭/০১/২০২১, মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯/০১/২০২১ , মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬/০১/২০২১, ২৭/০১/২০২১ তারিখ প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি।
All rights reserved © Satkhira Vision