Spread the love

বিশেষ প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবসে সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা ও
প্রাণকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সোমবার বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমীর চিত্রশালা কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। আলোচনা সভা শেষে সম্মিলিতভাবে জেলা প্রশাসনের ‘শহীদ স্মরণে মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমন। আলোচনা করেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিম, প্রভাষক ইদ্রিস আলী, সাহিত্যিক গাজী শাজাহান সিরাজ।

উপস্থিত ছিলেন,  চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, প্রভাষক সোহাগ হোসেন, বাংলা নিউজের সাংবাদিক তানজির কচি, চ্যানেল নাইনের সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জি, শিক্ষক নিবেদিতা দাস, কবি শেখ আবু সালেক, রুহুল আমিন ময়না, নাট্যকর্মী মনিরুল ইসলাম মিলন মিম, পল্লব মজুমদার,
আক্তার হোসেন, সমাজকর্মী জাহিদা মৌ, সাংবাদিক জাকির হোসেন, শেখ আব্দুল আলিম, শিশু সাংবাদিক অগ্র বিসর্গ, সুজিত পাল, আদৃতা বর্ষা, অভিক দাস,
আবেদুর রহমান হৃদয়সহ আরো অনেকে।

আলোচকরা বলেন, বাংলাদেশ জন্মের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম শহীদ বুদ্ধিজীবীরা। শহীদ বুদ্ধিজীবীদের খুনীরা এখনও বহাল তবিয়তে রয়েছে। এখন তারা ধর্মের নামে রাষ্ট্রে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। এখনও পর্যন্ত সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হয়নি। এখনও তারা হত্যা করে চলেছে
বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, বিচারক, পুলিশসহ মুক্তিকামী বাঙালীদের। ওই খুনীদের বিচার কার্যক্রমকে এখনই সামনে নিয়ে আসা উচিত মৌলবাদী খুনীদের শাস্তি দ্রুত নিশ্চিত করা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *