Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের পথ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে বিক্ষোভ মিছিল সহকারে মানববন্ধনে মিলিত হন আইনজীবীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম, এড. এস এম হায়দার, এড. শেখ আব্দুস সাত্তার প্রমূখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের জন্য একনেকে রাস্তা অনুমোদিত হলেও এখনও যাতায়াতের পথ উন্মুক্ত করা হয়নি। এ কারণে আইনজীবী ও বিচারপ্রার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে সড়কের উপর দিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যেতে হয়।

বক্তারা এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি যাতায়াতের পথ উন্মুক্ত করার জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *