জিএম জাকির হুসাইন: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় চয়ন সরকার (২৫) নামে এক যুবকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার সকালে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক হূমায়ুন কবির।
চয়ন সরকার সাতক্ষীরা সদরের খড়িয়াডাঙ্গা গ্রামের সন্তোষ সরকারের ছেলে।
গত ২৫ নভেম্বর দেশের প্রথমসারির একটি পত্রিকার অনলাইন ভার্সনে ‘মুসলমানদের আচরণে মুগ্ধ হয়ে উৎপল কুমারের ইসলাম ধর্ম গ্রহণ’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটির কমেন্ট বক্সে চয়ন সরকার তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে অশ্লীল ভাষায় একাধিক কটূক্তিকর মন্তব্য করে। ওই ঘটনায় ২৬ নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের আজিজুল সরদারের ছেলে সুমন হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় চয়ন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৮(২) ও ৩১(২) এর আওতায় মামলা দায়ের করেন (মামলা নং: ৬৬/২০)।