January 22, 2021, 7:18 am
প্রেস বিজ্ঞপ্তি: দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক, মানবিক ও নারী সচেতনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘স্বর্ণকিশোরী নের্টওয়াক ফাউন্ডেশন’কে সম্মাননা স্মারক প্রদান করেছে ‘ভালোবাসার মঞ্চ’। রবিবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এক বর্ণাট্য আয়োজনের মধ্যে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
‘স্বর্ণকিশোরী নের্টওয়াক ফাউন্ডেশন’ এর খুলনার বিভাগীয় প্রধান প্রজ্ঞা রহমান পারমিতার উপস্থিতিতে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন স্বর্ণকিশোর আজিম খান, শুভ ইসলাম ও স্বর্ণকিশোরী নাহরুমা শাহ্তাজ সৌমী।
ভালোবাসার মঞ্চের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আকরামুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বরুণ ব্যানার্জীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ভালোবাসার মঞ্চের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ খাজা ওমায়ের হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি শেখ তামিম আহম্মেদ সোহাগ প্রমুখ।
All rights reserved © Satkhira Vision