Spread the love

বিশেষ প্রতিনিধি: প্রতারণার অভিযোগে ‘প্রতারক কবিরাজ’ গোপাল কায়পুত্র মন্ডল(৩৮) ওরফে গোপাল সাধু দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি)।

বৃহস্পতিবার সন্ধায় আলিপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

কবিরাজ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকার বুদ্ধিশ্বর মন্ডলের ছেলে।

ওই প্রতারক কবিরাজ সংসারে অশান্তি রোধে শাশুড়িকে মারতে দায়িত্ব নিতে চান এবং এজন্য প্রতারণা করে কুষ্টিয়ার দৌলতপুরের এক নারীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এজাহারের বরাত দিয়ে জানান, কুষ্টিয়ার দৌলতপুরের (মামলার বাদী) নারীর কাছে হঠাৎ ফোন দিয়ে যোগাযোগ করে জানায় তিনি গোপাল সাধু দাদু। বলেন ‘তোর সংসারে তো মোস্ত অশান্তি’। তুই আমার কাছে আয় সব সমাধান করে দেবো। এরপর তাকে ফুঁসলিয়ে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেন। টাকা নেয়ার পর কাজ কিভাবে হবে জানার জন্য শুকনো ব্যাঙ, শামুক, আগরবাতি, মোমবাতি নিয়ে এই সাধু দাদু’র কাছে আসতে বলেন। সেখানে গেলে সাধু দাদু এই নারীকে তার বাড়ির দোতলার গোপন কক্ষে দু’দিন থাকতে হবে জানায়। তখন সেবাগ্রহিতা নারী গোপালকে সন্দেহ করে এবং তার ভাগ্নাকে নিয়ে দ্রুত সিআইডি’র সাথে বিকালে যোগাযোগ করে অভিযোগ দেন। গোপনে অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেপ্তার করে সিআইডি।
এরপর ওই প্রতারক কবিরাজকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *