Spread the love

শেখ বাদশা: আশাশুনিতে জাতীয় ভাবে উপকূল দিবস ঘোষণার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে আশাশুনি উপজেলা সড়কে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ দিবস পালিত হয়। ১২ নভেম্বর ভোলা সাইক্লোনের ৫০ বছর পূর্তিতে এবং ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ উপকূলবাসীর স্মরণে ১২ নভেম্বরকে জাতীয় ভাবে উপকূল দিবস ঘোষণার দাবীতে এ মানববন্ধন করা হয়।

উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য, ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিটির সদস্য, লিডার্সের প্রতিনিধিগন ও উপকূলীয় ক্ষতিগস্থ জনগনের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, আশাশুনি রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল, লবনপানি বিরোধী আন্দোলন নেতা বিমল কৃষ্ণ মন্ডল, পেসক্লাব সদস্য জগদীশ কুমার সানা, আশাশুনি আনছার ভিডিপির মহিলা বিষয়ক কমান্ডার মারুফা বেগম, আশাশুনি সদর ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিটির সভাপতি বনমালী দাশ ও শোভনালী ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিটির সভাপতি মোহন্ত কুমার হালদার।

এসময় ১২ নভেম্বরকে জাতীয় ভাবে উপকূল দিবস ঘোষণার পাশাপাশি, দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে দূর্যোগ, ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, টেকসই বেড়ীবাঁধ নির্মাণ, উপকূল রক্ষার্থে উন্নয়ন বোর্ড গঠণ, সুন্দরবন সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবী উপস্থাপন করেন বক্তাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *