নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা জাতীয় তরুণ পার্টির কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা তরুণ পার্টির যুগ্ম আহবায়ক আনারুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. এম এ সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কালাম আজাদ, তালা উপজেলা যুব সংহতির সভাপতি সরদার কবির আহমেদ, জেলা তরুণ পার্টির যুগ্ম আহবায়ক আজাদ হোসেন টুটুল, সদস্য সচিব হারুন অর রশিদ, জেলা ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি বিএম জুলফিকার রায়হান।
আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে আনারুল ইসলামকে আহবায়ক, ইমরান মাহমুদ জিল্লুরকে যুগ্ন আহবায়ক ও আজিজুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট তালা উপজেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়। অত্র কমিটি আগামী ৩ মাসের জন্য বলবৎ থাকবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম, স্বপন, সদস্য-মাসুম, সেকেন্দার আলী, এস এম রাজু, সবুজ, শেখ রাজু, শেখ আরিফ, প্রকাশ, রুবেল, জুয়েল, মুন্না, শেখ সাব্বির, আতাউর রহমান, আব্দুল কুদ্দুস, দিপন, মনির প্রমূখ।