এসভি ডেস্ক: দায়িত্বগ্রহণের পর করোনা মহামারী নিয়ন্ত্রণে আমি কোনো সময় অপচয় করবো না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা জো বাইডেন এ কথা বলেছেন। শুক্রবার (৭ নভেম্বর) এক ভাষণে ডেলওয়্যারে তার নিজ শহর ওয়েলমিংটন থেকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি সবাইকে জানাতে চাই, এই ভাইরাস নিয়ন্ত্রণে আমাদের পরিকল্পনা প্রথম দিন থেকে কার্যকর করতে যাচ্ছি।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোটে হারাতে বাইডেন নিজের আত্মবিশ্বাসের কথা বলেন। ভোট গণনায় দেরি হলেও নিজেকে বিজয়ী ঘোষণা থেকে সামান্য দূরে আছেন এই ডেমোক্র্যাট প্রার্থী। তিক্তভাবে বিভক্ত একটি জাতিকে ঐক্যবদ্ধ করারও প্রতিশ্রুতি দেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।
তিনি বলেন, একটি জাতি হিসেবে নিরাময়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।