April 15, 2021, 2:11 am
সোহারাফ হোসেন সৌরভ: সাতক্ষীরার কালিগঞ্জে হত্যার পর এক যুবকের মরদেহ গাছে ঝুঁলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার(৩ নভেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন।
নিহত যুবক আবির হোসেন বাবু(২৮) কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের নীকণ্ঠপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, সোমবার(২ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বাবু বাঁশতলা বাজারের চায়ের দোকানে ছিল। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার হাত ও পায়ের নখে রক্ত রয়েছে। সকালে ঘটনাটি স্থানীয়রা দেখার পর পুলিশকে অবহিত করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মরদেহের অন্ডকোষ ও পায়ের নখে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে লাশ গাছে ঝুঁলিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করছি। পুলিশ তদন্ত শুরু করেছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
All rights reserved © Satkhira Vision