সোহারাফ হোসেন সৌরভ: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের সাবেক সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল কাইয়ুম।
শনিবার সকালে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল কাইয়ুম দেবহাটা উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনির ছেলে।
তার বাবা সাতক্ষীরার দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ৩৪ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া নওয়াপাড়া ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডের দুইবার এর মেম্বর, নওয়াপাড়া ইউনিয়নের দুই বার এর চেয়ারম্যান দেবহাটা উপজেলা পরিষদের দুইবার সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।বাবার আদর্শকে বুকে লালন করে অসহায় মানুষের পাশে থেকে প্রতিনিয়ত সেবা করে যাচ্ছেন তিনি।
আব্দুল কাইয়ুম বলেন, আমার বাবা সব সময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বীরের বেশে প্রতিবাদ করেছিলেন। অসহায় মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি। তিনি দেবহাটা উপজেলাবাসীর নয়নের মনি ছিলেন। হয়তো তার আরো অনেক স্বপ্ন ছিল দেবহাটা উপজেলাবাসীর জন্য কিছু করার কিন্তু উপর আল্লাহর ডাকে সারা দিয়ে তিনি সবাইকে কাঁদিয়ে ওপারে চলে গেছেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন মহান রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। তার আদর্শে জনগণের সেবক হয়ে কাজ করতে চায়। এজন্য আপনারা সবাই দোয়া ও প্রার্থনা করবেন।