এসভি ডেস্ক: কলারোয়া জেনারেল শিশু হাসপাতালের এক কম্পাউন্ডার কর্তৃক আয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় কলারোয়া থানায় বুধবার রাতে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন ওই নারী। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবীর জানান, ধর্ষণের শিকার নারী কলারোয়া জেনারেল শিশু হাসপাতালে আয়ার চাকরি করেন। একই প্রতিষ্ঠানে কম্পাউন্ডার হিসেবে কর্মরত কলারোয়ার চন্দনপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুল্যাহ(২৭)। গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার পর উক্ত জেনারেল শিশু হাসপাতালে কেউ না থাকার সুযোগে ডাক্তার ইসমাইল হোসেনের চেম্বারে তাকে ধর্ষণ করে কম্পাউন্ডার আব্দুল্যাহ। মঙ্গলবার কলারোয়া থানায় আব্দুল্যাহকে আসামী করে এজাহার দায়ের করেন ওই নারী। পুলিশ মামলা রেকর্ডপূর্বক বৃহস্পতিবার তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শারমিন জানান, মামলা রেকর্ড হওয়ার পরপরই দায়িত্ব প্রাপ্তির সাথে সাথে মেডিকেল সম্পন্ন হয়েছে। তদন্তকার্য দ্রুতই শুরু করবো।