কামরুল হাসান: ১৮ পিছ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বুধবার(২৮ অক্টোবর) বিকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে একটি মটর সাইকেল।
আটক চোরাকারবারির নাম হাছান আলী(৪২)। তিনি যশোর জেলার কেশবপুর থানার চাদরা গ্রামের কফিল উদ্দিনেরর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্বর্ণ চোরাকারবারীকে কেড়াগাছি এলাকা থেকে আটক করা হয়। সে স্বর্ণ পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য। উদ্ধার স্বর্ণের ওজন আনুমানিক ২ কেজি ১৪৪ গ্রাম। যার আনুমানিক মুল্য ১ কোটি ২৮ লাখ টাকা।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উদ্ধার স্বর্ণগুলো সরকারী ট্রেজারে প্রদান করা হবে।