সোহারাফ হোসেন সৌরভ: বাড়িতে কেউ না থাকার সুযোগে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের টেংরা গ্রামে বৃদ্ধ কর্তৃক এক প্রতিবন্ধী(২০)কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার(২৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে ওই ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ধর্ষণের চেষ্টাকারী রইচউদ্দীন(৬০)।
অভিযুক্ত রইচউদ্দীন বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত লস্কর গাজীর ছেলে।
ওই প্রতিবন্ধীর চাচাতো বোন বলেন, সকালে আমার চাচা-চাচী কাপড় কিনতে বাজারে যায়। এ সময় আমার প্রতিবন্ধী বোন বাড়িতে বসে টিভি দেখছিল। ওই সুযোগে চায়ের দোকানদার রইচউদ্দীন আমার বোনের ঘরে প্রবেশ করে এবং তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টাকালে আমার ভাবি ঘরে প্রবেশ করে ওই দৃশ্য দেখতে পেলে রইচউদ্দীন দ্রুত ঘর থেকে বের হয়ে চলে যায়।
এদিকে রইচউদ্দীনের ছেলে আমিনুর রহমান বলেন, আমার বাবা ওই কাজ করেনি। পরিকল্পিতভাবে আমার বাবাকে ফাঁসানো হচ্ছে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান সাতক্ষীরা ভিশনকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।