এসভি ডেস্ক: ঢাকার আশুলিয়া এলাকায় একটি মিনি ক্যাসিনো থেকে ২১ জনকে আটক করেছে র্যাব। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৩৮ হাজার টাকা, ১০০টি ইয়াবা ট্যাবলেট ও ২০টি বিয়ার জব্দ করা হয়।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, আশুলিয়া থানার পেছনে কাইচাবাড়ি এলাকায় ক্যারম খেলার আসর বসে। ক্যারমের আড়ালে দোকানের ভেতরের অংশে ছোট আকারে ক্যাসিনো চালানো হতো। গোপন সূত্রে এ তথ্য পেয়ে র্যাব ৪-এর একটি দল শনিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সেখানে অভিযান চালায়। এ সময় ২১ জনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব ৪-এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, অভিযান চালিয়ে ওই ক্যাসিনো বন্ধ করে দেয়া হয়েছে। ক্যাসিনো বা জুয়ার বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।