Spread the love

এসভি ডেস্ক: সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আজ শুক্রবার থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।

তবে এই ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ২৮ অক্টোবর বুধবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমাদানী-রপ্তানী কার্যক্রম।

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ভারতীয় সরকারী ছুটি ৩ দিন। এছাড়া তাদের সাপ্তাহিক ছুটি রোববার ও শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি। এ কারণে মোট ৫ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমাদের জানিয়েছেন ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়দেব সরকার। আগামী ২৮ অক্টোবর বুধবার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানী কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ভারতে আটকে থাকা পাসপোর্ট যাত্রীদের জন্য অফিসিয়াল কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *