April 15, 2021, 2:48 am
নিজস্ব প্রতিনিধি: ১২শ পিস ইয়াবা বড়ি ও নগদ ৩৮ হাজার টাকাসহ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনি(৪৮)সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২২ অক্টোবর) রাতে পৃথক অভিযানে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর ও নাজিমগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার জামতলা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ইমরান হোসেন(২৬), গিলাতলা এলাকার মোস্তফা কাইয়ুম এর ছেলে জাহিদ পারভেজ(৪০), কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মৃত শেখ শহীদ এর ছেলে মনিরুজ্জামান মনি (৪৮), মৌতলার শীর্ষ মাদক ব্যবসায়ী রাফায়াত আলী (৪৭) ও তার ছেলে ঈশান (১৮)।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision