বিশেষ প্রতিনিধি: দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পড়ুয়া ৫ম শ্রেণীর এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদরের শিমুলবাড়িয়া পূর্ব পাড়ায় ওই ঘটনা ঘটে।
অভিযুক্ত ছাত্র সাতক্ষীরা সদরের ফিংড়ী মাদ্রাসার ছাত্র।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, খেলা করার সময় প্রতিবেশী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে পাশের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে ওই ছাত্র। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা শিশুকে থানায় নিয়ে আসে। পুলিশ তাৎক্ষণিক তাকে মেডিকেল সম্পন্ন করতে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করেছে ওই শিশু কন্যার পরিবার।