কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স ম মোর্শেদ। তিনি পেয়েছেন ৬ হাজার ৮০৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৭৭ ভোট। এছাড়া আওয়ামীলীগ নেতা নেসার আলী পেয়েছেন ৭৬৪ ভোট।
কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ এর মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়। আজ মঙ্গলবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত কঠোর নিরাপত্তায় সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।