নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের(কাজিপাড়া) উপ-নির্বাচন কাল মঙ্গলবার। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেজন্য ৬ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।
সোমবার(১৯ অক্টোবর) সন্ধায় বাঁশদহা আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার কেন্দ্র পরিদর্শন করে ওই কেন্দ্রের সকল বুথ ঘুরে ঘুরে দেখেন এবং দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। কেউ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবেনা। নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে যা যা করা দরকার পুলিশের পক্ষ হতে তাই করা হবে।