সোহরাফ হোসেন সৌরভ: পাথর বোঝাই ভারতীয় ট্রাক থেকে ৯১ বোতল ফেনসিডিলসহ চালককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এ সময় জব্দ করা হয়েছে পাথর বোঝাই ট্রাকটি।
বুধবার(৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হতে গ্রেফতারের এ ঘটনা ঘটে।
গ্রেফতার ভারতীয় চালকের নাম জহুরুল ইসলাম(৩৫)। তার বাড়ি ভারতের বসিরহাটের আমারপুর এলাকায়।
ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম জানান, মামলা দিয়ে পাথর বোঝাই গাড়ি ও ফেনসিডিলসহ চালককে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে।