কামরুল হাসান: কলারোয়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০’ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর)সকাল ১১টায় কলারোয়া পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
সভায় পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, পৌরসভার প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাস, কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, আলফাজ হোসেন, শেখ ইমদাদুল হক, আকিমুদ্দীন দফাদার আকি, জাহাঙ্গীর হোসেন, মেজবাহ উদ্দীন লিলুসহ কাউন্সিলরগণ, এনজিও প্রতিনিধি ও সুধিবৃন্দ।