শেখ রেজাউল ইসলাম বাবলু: ৪২ বোতল ফেনসিডিলসহ এক অবসরপ্রাপ্ত সেনেটারি ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে একটি এ্যাপাসি ১৬০ আরটিআর মটর সাইকেল।
শনিবার(৩ সেপ্টেম্বর) সন্ধায় সাতক্ষীরা শহরের কাটিয়া দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাতক্ষীরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম আশরাফুল ইসলাম(৫৫)। তিনি কালিগঞ্জের শ্রিকলা গ্রামের মৃত আকবার আলীর ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাটিয়া দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে ৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নামে সাতক্ষীরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।