শেখ রিজাউল ইসলাম বাবলু: আওয়ামী লীগ নেতা শরবত মোল্লা হত্যা মামলার প্রধান আসামী সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত একটার দিকে ঢাকার খিলখেত এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ১০ এপ্রিল সকালে চেয়ারম্যান ডালিম তার পক্ষের লোকজন নিয়ে গদাইপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরবত মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তখন শরবত মোল্লাকে রক্ষায় এগিয়ে গেলে স্ত্রী শরিফা খাতুন, প্রতিবেশি আরিফা খাতুন, তুয়ারডাঙার সুবিমল বিশ্বাসসহ কয়েকজনকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। ভাঙচুর করা হয় তাদের বাড়িসহ পাঁচটি বাড়ি। ওই দিন তার দু’ ছেলে সবুজ, শিমুল, শরিফা খাতুন ও শরবত মোল্লাকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। ১১ এপ্রিল গভীর রাতে শরবত মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাবাকে হত্যার অভিযোগে ১১ এপ্রিল শনিবার রাতেই ডালিমকে প্রধান আসামী করে ৫৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন নিহত শরবতের ছেলে সবুজ হোসেন।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা শরবত হত্যা মামলার আসামী শাহনেওয়াজ ডালিমকে ঢাকা হতে গ্রেফতার করে সাতক্ষীরায় আনা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।