শেখ রিজাউল ইসলাম বাবলু: সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৪৯২ পিস ইয়াবা বড়িসহ একটি নম্বারবিহীন জিপগাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
সোমবার বিকেলে সদরের হাড়দ্দাহ গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে ওই অভিযান চালানো হয়।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের পদ্মশাঁখরা ক্যাম্পের সুবেদার মহসিন আলী জানান, ভারত থেকে আনা বিপুল পরিমান মাদক শহীদুল ইসলাম ও তার ভাই আসাদুলের বাড়িতে আছে এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় শহীদুল ইসলামের মালিকানাধীন একটি নাম্বার বিহীন জিপগাড়ি থেকে ৪৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সোমবার রাতে পদ্মশাঁখরা বিজিবি ক্যাম্পের সুবেদার মহসিন আলী বাদি হয়ে আসাদুল ইসলামকে পলাতক দেখিয়ে একটি মামলা দায়ের করেছেন।