Spread the love

সোহারাফ হোসেন সৌরভ: সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৫ টায় আড়ুয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুশখালী উন্নয়ন সংঘের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুশখালী উন্নয়ন সংঘের সভাপতি সাংবাদিক জাহিদ হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কুশখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রকিব উদ্দীন বাবলু, নাজমুল হাসান, রিয়াজ, শফি, রফি, আলামিন, হাজিরা, মোমিন, আওয়ামীলীগ নেতা এয়াকুব আলী, দুঃখী, আবু মুসা, শিমুল, আদর আলী, আব্দুল আহাদ, রাসেল প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলাবদ্ধতা সৃষ্টি হবার আগে কুশখালী ইউনিয়নে ১৫০০ হেক্টর জমিতে ধান চাষ হতো। তবে জলাবদ্ধতা সৃষ্টি হবার পর এই ইউনিয়নে ৫০০ একর জমিতে আর ধান হচ্ছে না।

বক্তারা আরো বলেন, অপরিকল্পিত মৎসঘের এই জলাবদ্ধতার প্রধান কারণ। নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছামতো ঘের করার কারণে কুশখালী ইউনিয়ন তথা আড়ুয়াখীলে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। কয়েক বছর আগেও এই ইউনিয়নে অনেক জমিতে ধান হতো তবে ঝিটকির বাকার ঘোজে কাদের গংরা গণ ঘের করার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এরপর তাদের দেখাদেখি করে আরো অনেকে অপরিকল্পিত ঘের করা শুরু করে। ফলে কুশখালী ইউনিয়নে শুরু হয় স্থায়ী জলাবদ্ধতা। কেউ মারা গেলে তার মাটি দেওয়ার মতো জায়গা নেই। উর্দ্ধতন কর্মকর্তারা আমাদের শুধু আশ্বস্ত করে তবে বাস্তবায়ন হয়না। আমরা নিরাশ হয়ে গেছি। মানুষ বাড়ী ছেড়ে অন্যত্র চলে গেছে। এখনও অনেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেকের ঘরে খাদ্য নেই। রান্নার কাঠ নেই। দূষিত পানিতে চলাচলের কারণে রোগ ব্যধি ছড়াচ্ছে। সবচেয়ে দূর্বিসহ জীবন যাপন করছে বাচ্চারা।

অনতিবিলম্বে জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *