Spread the love

দেবহাটা প্রতিনিধি: ‘ধান লাগিয়ে ক্ষেতে যদি ডাল পুতে দাও, পাখি বসে ধরে খাবে মাজরা পোকার ছাও’- শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় কীটনাশক ও রাসায়নিক ছাড়াই বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে ধানের ক্ষেতে পার্চিং উৎসব শুরু হয়েছে।
মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে পাচটি ইউনিয়নে কৃষি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন  ব্লকে উক্ত পার্চিং উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীরের নির্দেশনা মোতাবেক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমানের নের্তৃত্বে সরাসরি কৃষকের ধানক্ষেতে যেয়ে এ কর্মসূচির বাস্তবায়ন নিশ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে বিষ বা কীটনাশকের ব্যাবহার ছাড়াই ধানের ক্ষেতে গাছের ডাল বা অন্যান্য উপকরণ বসিয়ে পাখিদের বসার স্থান তৈরীর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে ক্ষতিকর পোকা দমন এবং  বিষমুক্ত খাদ্য উৎপাদনের নানা কৌশল বাস্তবে কৃষকদের সামনে উপস্থাপন করেন কৃষি কর্মকর্তারা।

পার্চিং উৎসবে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহম্মেদ, জিএম আল-মামুন, আহম্মদ সাঈদ, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, ইউনুস আলী, আলাউর রহমান, জাহিদুর রহমানসহ বিভিন্ন ব্লকের কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *