সোহারাফ হোসেন সৌরভ: ১৫৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদরের শিকড়ি গ্রামস্থ ছয়কুড়া মোড়ের যাত্রী ছাউনির সামনের পাঁকা রাস্তার উপর হতে ওই ফেন্সিডিল তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সাইদুল (৩৮)। তিনি সদরের সাতানী গ্রামের মৃত সোলেমান গাজীর ছেলে।
র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি বজলুর রশীদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ভিশনকে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।