Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তাঁর কন্যা উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে পৃথক ভাবে যশোর-সাতক্ষীরা মহাসড়কে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় নাগরিকবৃন্দ এ মানববন্ধন করেন।

মানববন্ধনে দেশবাসীর কাছে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবার সুস্থ্যতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তার উপস্থিতিতে মানববন্ধনে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মোজাফফর উদ্দীন, এলজিইডি কর্মকর্তা নাজিমুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *