January 22, 2021, 7:12 am
তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
সিনেমাপ্রিয় দর্শকদের পরিচিত মুখ জয় প্রকাশ রেড্ডির (জেপি) মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি অনেক উল্লেখযোগ্য সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। খল চরিত্রে তিনি যেমন দুর্দান্ত অভিনয় করতেন তেমনি কমেডিয়ান হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।
‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।
অভিনয় জগতে প্রবেশের আগে জেপি পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মেছিলেন জয় প্রকাশ রেড্ডি।
All rights reserved © Satkhira Vision