Spread the love

মারুফ আহমেদ খান: সাতক্ষীরা শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনের মেইন সড়ক (সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক) দখল করে দীর্ঘদিন যাবৎ একে ট্রাভেলস এর গাড়ী পার্কিং করে রেখেছে কর্তৃপক্ষ। ফলে প্রতিনিয়ত সেখানে ঘটছে ছোট বড় দূর্ঘটনা।

সরেজমিনে যেয়ে দেখা যায়, কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের এক তৃতীয়াংশ দখল করে রাখা হয়েছে একে ট্রাভেলস এর একাধীক গাড়ী। দীর্ঘদিন যাবৎ ওই রাস্তাটি পার্কিং পেলেস হিসেবে ব্যাবহার করছে একে ট্রাভেলস কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ প্রতিনিয়ত যাতায়াত করা একাধিক পথচারীর।

তারা জানান, রাস্তা দখল করে গাড়ী রাখার কারণে ব্যস্ততম ওই সড়কে হটাৎ হঠাৎ জ্যাম লেগে যায়। একসাথে গাড়ীগুলো যাতায়াত করার কারণে ঘটে ছোট-বড় দূর্ঘটনা। ওভারটেক করতে গেলেও রিক্সে পড়ে যায় অন্যান্য গাড়ীগুলো।

সাতক্ষীরা ট্রাফিক অফিসের ইনচার্জ কামরুজ্জামান সাতক্ষীরা ভিশনকে বলেন, বিষয়টি জানা ছিলনা। আমি এখনই গাড়ীগুলো ওখান থেকে সরানোর ব্যবস্থা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *