এসভি ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মনজুরুল আলম বাপ্পীকে আহবায়ক ও সোহেল রানাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ঠ ওই কমিটি গঠন করা হয়।
সোমবার(৩১ আগষ্ট) কেন্দ্রীয় ছাত্রদলের দিকনির্দেশনায় , খুলনা বিভাগীয় ছাত্রদলের তত্ত্বাবধানে, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সুযোগ্য সভাপতি শেখ শরীফুজজামান সজীব ও বিপ্লবী সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন কর্তৃক সাক্ষরিত পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
সুযোগ্য ছাত্রনেতা মনজুরুল আলম বাপ্পীকে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সোহেল রানাকে সদস্য সচিব করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।