Spread the love

নিজস্ব প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা গণগ্রন্থাগার আয়োজিত রচনা প্রতিযোগিতায় জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মোঃ মাগকুর রহমান দিত্বীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত রচনা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তবে সকলকে পেছনে ফেলে ২য় স্থান অর্জন করায় শনিবার সকালে গণগ্রন্থগারটির পক্ষ থেকে তাকে পুরষ্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। ফলে মহান শোক দিবসের রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দিত্বীয় সেরা সম্মাননা পেলো প্রতিষ্ঠানটি।

জেলা পর্যায়ে প্রতিষ্ঠানটির দিত্বীয় সর্বোচ্চ-এ সম্মাননা এনে দেওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাগফুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান তারেকুজ্জামান খান।

By G.M Jakir Hossain

News Editor Satkhira Vision

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *