মারুফ আহমেদ খান: সুন্দরবনে মাছ ধরতে যেয়ে নদীর পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে।
জেলের নাম হেলাল হোসেন গাজী (৫০)। তিনি উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি গ্রামের মোসলেম গাজীর ছেলে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ভাই আব্দুল মান্নান জানান, হেলাল হোসেন গাজী বুধবার সকালে চুনা নদী পেরিয়ে সুন্দরবনে মাছ ধরতে যেয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা আজ দুপুরে চুনা নদী হতে তার মরদেহ উদ্ধার করা হয়। তার কোমরে মাছ ধরা জাল বাঁধা ছিল।
বুড়িগোয়ালিনী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান শরিফুল ইসলাম বলেন, তীব্র স্রোতে জালের ভারে ডুবে হেলাল হোসেন গাজীর মৃত্যু হয়েছে।