April 14, 2021, 4:05 pm
এসভি ডেস্ক: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে অবস্থিত আমেরিকান কর্ণার খুলনার ইনভারমেন্ট ক্লাবএর উদ্যোগে সরকারী দৃষ্টি ও বাক শ্রবন প্রতিবন্ধী বিদ্যালয়ের খুলনা ক্যাম্পাসে এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারী দৃষ্টি ও বাক শ্রবন প্রতিবন্ধী বিদ্যালয়ের , তত্বাবধায়ক ও সহকারী পরিচালক, কাজী মুহাম্মদ ইব্রাহীম, ছায়াবৃক্ষ খুলনার, নির্বাহী পরিচালক মাহমুব আলম বাদশা, পরিবর্তন খুলনার সদস্য শিরিন পারভীন, ইয়োথ নেক্স এর সদস্য সুকন্যা সরদার, প্রচেষ্ঠা খুলনার সদস্য, ফারজানা ইয়াসমিন, আমেরিকান কর্ণার খুলনার কো- অডিনেটর ফারজানা রহমান, এনইউবিটি খুলনার জনসংযোগ কর্মকর্তা, জোবায়ের মোস্তাফিজ সহ সরকারী দৃষ্টি ও বাক শ্রবন প্রতিবন্ধী বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
All rights reserved © Satkhira Vision