কামরুল হাসান: কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালি ঘোষপাড়া গ্রামের পূজামন্ডপের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার সময় সাতক্ষীরা-১ তালা- কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন।
পূজামন্ডপের সভাপতি শিক্ষক সুভাষ কুমার ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল হাসান, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, যুবনেতা মিন্টু, সোহাগ, পূজামন্ডপ নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সুধিজন।
সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১০লক্ষ ৭হাজার ৫৭ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ করছে।