April 15, 2021, 1:33 am
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলর দরগাহপুর ইউনিয়নের খরিয়াটিতে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কপোতাক্ষ স্মৃতি সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার আয়োজন করে একতা যুব সংঘ। খেলায় কপোতাক্ষ স্মৃসি সংঘ ফুটবল একাদশ ও পাইকগাছার হাবিব নগর ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কপোতাক্ষ স্মৃতি দল ৭-৬ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন নাছির উদ্দিন, আবু ওয়াহিদ ও ইয়ামিন হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন।
এসময় খরিয়াটি হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আঃ বারিক, মেম্বার আঃ মাজেদ, রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহেল লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এ মাজেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
All rights reserved © Satkhira Vision