Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় শিশু পাচার ও সুরক্ষা এবং নারী ও শিশুবান্ধব সংবাদ পরিবশেনায় সাংবাদিকদের সাথে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ‘ইনসিডিন বাংলাদেশ’ আয়োজিত এ নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। সার্বিক বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করেন ‘ইনসিডিন বাংলাদেশ’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাকিবুর রহমান।

অনুষ্ঠানে ‘নিজেকে সুরক্ষিত রাখুন, পাচার মুক্ত দেশ গড়ুন’ বিষয়ে আলোচনাকালে বাংলাদেশের আইনে মানব পাচার, শিশু পাচার, কোন ধরনের শিশুরা পাচারের ঝুঁকিতে রয়েছে, কী উদ্দেশ্যে শিশুরা পাচারের শিকার হয়- প্রভৃতি আইনগত বিষয় তুলে ধরা হয়। সেই সাথে কোভিড-১৯ সতর্কতায় মাস্ক পরা, হাত ধোয়াসহ সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও আলোচনা করা হয়।

নাগরিক সংলাপে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, আতাউর রহমান, এমএ সাজেদ, মোশাররফ হোসেন, আসাদুজ্জামান মধু. অধ্যাপক এমএ কালাম, শেখ মোসলেম আহমেদ, আব্দুর রহমান, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, জাকির হোসেন, মোস্তফা হোসেন বাবলু, জুলফিকার আলী, ফারুক হোসেন, সরদার জিল্লুর রহমান, আরিফুর রহমান চৌধুরী, মোজাহিদুল ইসলাম, ফারুক রাজ, কামরুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *