এসভি ডেস্ক: জাতীয় শোক দিবস ২০২০ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে আজ রবিবার বেলা ১১টায় এক অনলাইন অলোচনা সভার আয়োজন করা হয়।
অনুুুুুুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন, প্রফেসর ড.আনোয়ারুল হক জোয়াদ্দার। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে আগামী দিনে যুব সমাজকে দেশ পরিচালনা করেত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনউবিটি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম মনিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ড. আশিক উদ্দীন মো: মারুফ,ছাত্র বিষায়ক পরিচালক, রাজীব হাসনাত শাকিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এনইউবিটি খুলনার রেজিস্ট্রার, ড.মো:শাহ আলম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো:মোস্তাফিজুর রহমান।