Spread the love

এসভি ডেস্ক: ঈদের পরে প্রথম দিন থেকেই শেরে বাংলায় অনুশীলন যোগ দিতে পারেননি সৌম্য। অন্য কোনো কারণে নয়। চেয়েছিলেন, করোনায় যতটা সম্ভব ভিড় এড়াতে। সাতক্ষীরা থেকে আসার পথে আরিচা ফেরি ঘাটে ঈদের ছুটির পর ৭ আগস্ট ছিল উপচেপড়া ভিড়। সেই ভিড়ের মধ্যে যাতে না পড়তে হয়, সেজন্য ঢাকার উদ্দেশ্যে যাত্রাই করেছিলেন ৮ আগস্ট, মানে অনুশীলন শুরুর দিন।

৯ আগস্ট থেকে চলছে অবিরাম অনুশীলন। নিজেকে ফিট রাখার কাজ চালিয়ে যাচ্ছেন। রানিং আর জিম দুই-ই করছেন শেরে বাংলায়। কখনো বিসিবি একাডেমি মাঠেও চলছে রানিং। দীর্ঘ প্রায় চার মাস পর আবার মাঠে কেমন লাগছে? এই চার মাস বাসায় পরিবারের সাথে সময়টা কেটেছে কেমন? এখন আবার মাঠে ফিরে কোন অসুবিধা হচ্ছে কি না? অনেকেরই নতুন নতুন লেগেছে অনেক কিছু, সৌম্যর কেমন লাগছে?

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুশীলন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এসব নিয়ে কথা বলেছেন জাতীয় দলের হার্ডহিটিং এই ব্যাটসম্যান। জানিয়েছেন, করোনায় কোয়ারেন্টাইনে থাকাটাও খুব মন্দ লাগেনি। বিয়ে করেছেন বেশিদিন হয়নি, পরিবারের সাথে সময়টা ভালোই কেটেছে।

সৌম্য বলেন, ‘অন্য সবদিক দিয়ে চিন্তা করলে ভালো। শুধু একটা দিক দিয়ে খারাপ কেটেছে, খেলাটা ছিল না। বাকি জিনিসটা, পরিবারকে সময় দিতে পেরেছি। প্রথম দিকে একটু খারাপ লাগতো, পরের দিকে মানিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় কোয়ারেন্টাইনটা অনেক ভালো ছিল (হাসি)।’

চার মাস পর আবার অনুশীলনে। অনুভূতিটা কেমন? সৌম্যর জবাব, ‘প্রথম সব জিনিসই একটু অন্যরকম থাকে।’ তবে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের যাওয়ার পরিকল্পনা এক মাস আগেই। সেটা হলে ভালোই হবে মনে করেন তিনি, ‘আমার কাছে মনে হয় এক মাসে আগে যদি যায়, তাহলে দলের সবাই অনুশীলনের মধ্যে থাকবে। একটু বেশি হলেও, ঐ যে বললাম নিরাপত্তার কারণে করতে হবে। এটাও টিম ওয়ার্ক হিসেবেই ধরতে হবে, এই আর কি।’

আবার জাতীয় দলে ফেরা এবং খেলা নিয়েও রোমাঞ্চিত সৌম্য। শ্রীলঙ্কায় আবার নিজেকে মেলে ধরার দৃঢ় সংকল্প মুখে। এই বছর মার্চে জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজে শেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন। সেখানে মোটামুটি পারফরম্যান্স ভালো ছিল। দুই ম্যাচের একটিতেও আউট হননি।

প্রথম ম্যাচে করেছিলেন ৩২ বলে ৬২। আর পরের ম্যাচে নট ছিলেন ২০ রানে। সেখান থেকেই শুরু করতে চান সৌম্য। বলেন, ‘ঐ সিরিজে ভালোই খেলেছিলাম। চেষ্টা করবো ওখান থেকেই নতুন করে শুরু করার।’

শ্রীলঙ্কায় আগে খেলার অভিজ্ঞতা আছে। সেটাকে প্লাস পয়েন্ট ধরে এগোতে চান সৌম্য। তার ভাষায়, ‘শ্রীলঙ্কায় আগে খেলা হয়েছে দুই-তিনবারের বেশি। ভালো কিছু করার আশা রাখি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *