কামরুল হাসান: সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কলারোয়ার অতি পরিচিত প্রিয় মুখ মীর তৌহিদুর রহমান (৫২)।
বুধবার (১২ই আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কলারোয়া পৌর সদরের মুরারীকাটি ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মীর মতিউর রহমানের সেজ ছেলে সদ্য প্রয়াত মীর তৌহিদুর রহমান কলারোয়া পৌরসভার প্রধান অফিস সহকারী হিসেবে দীর্ঘ ২৩ বছর কর্মরত ছিলেন।
মীর তৌহিদুর রহমান দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত থেকে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্ম জীবনের ইতি টেনে মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলসহ পৌর কাউন্সিলার, কর্মকর্তাবৃন্দ ও কলারোয়া পৌরবাসী শোকাহত।
মীর তৌহিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমের বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।